অপরাজিতা
অঙ্কিতা আর রাহুলের সাজানো বাগানে প্রথম ফুলের মতো এসেছিল তাদের সন্তান ধারণের খবর। নয় সপ্তাহের অন্তঃসত্ত্বা অঙ্কিতার পৃথিবীটা তখন রঙিন প্রজাপতির মতো উড়ছিল। দুজনে মিলে কত স্বপ্ন বুনছিল তাদের অনাগত সন্তানকে ঘিরে। কিন্তু হঠাৎই এক কালবৈশাখী ঝড়ের মতো তাদের সাজানো জীবনে নেমে এলো অন্ধকার। ধরা পড়ল ক্যান্সার, অঙ্কিতার জরায়ুর ঠিক পেছনেই বাসা বেঁধেছে […]