নতুন জীবন, নতুন আশাঃ হাইপেক চিকিৎসা
ক্যান্সার যখন তার উৎপত্তিস্থল থেকে শরীরের অন্যত্র ছড়িয়ে পড়ে, তখন তা রোগীর জন্য এক ভয়াবহ পরিস্থিতি তৈরি করে। বিশেষত, যখন অ্যাপেন্ডিক্স, মলাশয় বা ডিম্বাশয়ের ক্যান্সার পেটের ভেতরের ফাঁকা স্থান বা পেরিটোনিয়াল গহ্বরে ছড়িয়ে পড়ে, তখন তাকে পেরিটোনিয়াল মেটাস্টেসিস বলা হয়। এই পর্যায়ে পৌঁছানো ক্যান্সারকে নিয়ন্ত্রণ করা অত্যন্ত কঠিন এবং প্রচলিত কেমোথেরাপি এক্ষেত্রে প্রায়শই সীমিত সাফল্য […]